আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১
মিরসরাইয়ে পথসভায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন

সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে আগামী ৭ জানুয়ারি ঈগলের বিজয় হবে

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : মঙ্গলবার ২ জানুয়ারী ২০২৪ ০৮:১৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে লড়ছেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন। ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামা গিয়াস উদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে বারইয়ারহাট পৌরবাজারে গনমিছিল ও পথসভা সম্পন্ন হয়েছে। 

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন বলেন, ‘ভোট কেন্দ্র দখলের দিন শেষ। প্রশাসন আঙ্গুল চুষবে না। মিরসরাইয়ে মাস্তানীর দিন শেষ হবে। চাঁদাবাজদের দিন শেষ হবে। মাদককারবীদের দিন শেষ হবে। সিন্ডিকেটের দিন শেষ হবে শীঘ্রই। সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে আগামী ৭ জানুয়ারি ঈগলের বিজয় হবে ইনশাল্লাহ।’

তিনি আরো বলেন, ‘আমার অনেক নেতাকর্মীর উপর হামলা চালানো হয়েছে। তাদের সকলকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে, আমি চাই নির্বাচন পর্যন্ত প্রশাসন এভাবে তাদের দায়িত্ব পালন করে যাবে। যাতে করে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।’ 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ইমাম হোসেন, বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি মহি উদ্দিন সওদাগর, বারইয়ারহাট পৌরবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্ল্যাহ, বারইয়ারহাট পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমামুল ইসলাম লিটন, ৫ নং ওচমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর রহিম উল্ল্যাহ, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বরিউল হোসেন রবি, মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এসএম গোলাম সরওয়ার, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মাইনুল ইসলাম মিল্টন, ছাত্রলীগ নেতা মহসিন ভূঁইয়া প্রমুখ।