আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

সীতাকুন্ডে বিন¤্র শ্রদ্বায় ২৬ শে মার্চ পালন

নিজস্ব প্রতিবেদক, সীতাকুন্ড : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ মার্চ ২০২৪ ১১:১৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সীতাকুন্ডে সেহেরী শেষে শহীদদের শ্রদ্বায় জানিয়ে পুস্পমাল্য অর্পন করেছে উপজেলা প্রশাসন। সকাল ৮টায় শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে সরকারী স্কুল মাঠে। শিক্ষার্থী, ফায়ার সার্ভিস, আনসার ব্যাটেলিয়ান ও স্কাউট দলের সদস্যদের কুচকাওয়াজ অনুষ্ঠানের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানকে গার্ড অব অনার প্রদান করা হয়। শিক্ষার্থীদের অনুষ্ঠান শেষে বিকেল ৩টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। উপজেলা হল রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য এসএম আল মামুন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখেন,‘ সহকারী কমিশনার ভূমি আলা উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নায়ক সফিউল আলম, মুক্তিযোদ্ধা মানিক লাল বড়–য়া।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন.‘ মুক্তিযোদ্ধরা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে না পড়লে দেশ কখনও স্বাধীন হতো না। জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তি সংগামের ঝাপিয়ে পড়েছিল মুক্তিযোদ্ধারা। তাদের অবদানে বিশ্বের মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ। আজ সেই স্বাধীন দেশ বঙ্গবন্ধ কন্যার হাতে সোনার বাংলা হিসেব রুপ লাভ করতে যাচ্ছে। খুব শীঘ্রয় স্মার্ট বাংলাদেশে রুপ নিয়ে বিশ্বের দরবাওে নজির সৃষ্টি করবে। স্মার্ট বাংলাদেশ নির্মানে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা খুর জরুরী।