আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

সীতাকুণ্ডে পৃথক দূর্ঘটনায় নিহত ২

ইলিয়াছ ভূঁইয়া, সীতাকুণ্ড: | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জানুয়ারী ২০২২ ০৬:২৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় মোটরসাইেকল দুর্ঘটনায় মোঃ মারুফ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুর ১২টা সময় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুর ইউনিয়নের আব্দুল্লাহ ঘাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ ফৌজদারহাট জলিল স্টেশন এলাকার বদুর বাড়ীর বাসিন্দা মতিন বাসার ছেলে বলে জানা গেছে  ।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ মারুফ গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

অন্যদিকে, সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে আব্দুল মতিন বাদল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কলেজ পাড়া এলাকায় রেল লাইনে এই ঘটনা ঘটে। নিহত বাদল ঐ এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র। তিনি পেশায় একজন ফ্রিজ মেকানিক।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মতিন বাদল সকালে ঘর থেকে বের হয়ে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় রেল ইঞ্জিনের ধাক্কা লেগে গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

এই বিষয়ে চমেক পুলিশ ফাঁড়ির এ.এস.আই আলাউদ্দিন জানান, সকালে ভাটিয়ারী এলাকা থেকে মাথায় আঘাত প্রাপ্ত আব্দুল মতিন বাদল নামে একজনকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।