সীতাকুণ্ডের গুলিয়ায়াখালীতে 'সবুজ চুড়ি আন্দোলন'র অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ৯টায় গুলিয়াখালী বেড়ি বাধের দুই পাশে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও ইপসা এর উদ্যোগে খেজুর গাছ ও তালের বীজ রোপন করা হয়।
৩০ হাজার বৃক্ষ রোপনের দ্বিতীয় দফায় বৃক্ষ রোপনে নেতৃত্ব দেন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং গবেষক ড. মোসে সেলভাকুমার।
১৯ টি দেশের শিক্ষার্থী ও স্থানীয় যুব নারী স্বেচ্ছাসেবক হিসেবে এই বৃক্ষ রোপনে অংশ গ্রহণ করেছে। যার নাম দেওয়া হয়েছে "সবুজ চুড়ি আন্দোলন'। অর্থাৎ সবুজ বৃক্ষরাজী (তালগাছ, গোলপাতা, বাইন, সুন্দরী, খেজুর) যখন বড় হবে তখন দুর থেকে দেখে মনে হবে চুড়ির মত করে উপকূলকে আগলে রেখেছে। যা মহাপ্রলয়ংকারী ঘূর্ণীঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে বুক পেতে দিবে উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষার জন্য।