চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আওতাধীন নবগঠিত বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে উপজেলা নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা নাজির হাটে তরুণ আওয়ামী লীগ নেতা মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আবু হানিফ ও সেক্রেটারি আবুল বশর, ২ নং ওয়ার্ডের সভাপতি আজিজুল হক ও সেক্রেটারী কুতুব উদ্দিন হাছান, ৬ নং ওয়ার্ডের সভাপতি আবু হানিফ ও সেক্রেটারী মোঃ ইউসুফ, ৪ নং ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম ও সেক্রেটারি মুন্সী মিয়া, ৭ নং ওয়ার্ড সভাপতি রফিক চৌধুরী ও সেক্রেটারি বরকত আলী, ৫ নং ওয়ার্ড সভাপতি আকতার হোসেন ও সেক্রেটারি মোঃ ইদ্রিস । এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিবলী, বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মাস্টার হুমায়ুন কবির ও শ্রমিকলীগ নেতা এইচ এম আকতার উদ্দিন । প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বেলাল হোসেন মিঠু ।