আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সাতকানিয়া গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া | প্রকাশের সময় : মঙ্গলবার ৬ সেপ্টেম্বর ২০২২ ১২:৪০:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। আত্মহননকারী যুবকের নাম মোহাম্মদ মহি উদ্দিন (৩০)। তিনি উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব কাটগড়  রৈয়জার বর বাড়ির নুর মোহাম্মদের ছেলে। ঘটনাটি ঘটে গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার সময় পূর্ব কাটগড় নির্মানাধীন রেল লাইনের পরিত্যক্ত একটি ঘরে। আত্মহত্যার কারন জানা না গেলেও প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে হতে পারে। জানা যায়, প্রায়সময়ই মহি উদ্দিন নেশা করতেন। এ নিয়ে পরিবারে প্রায় সময় ঝগড়া লেগে থাকত। রাতের  ওই ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকালে তামা কোম্পানীর সিকিরোটি গার্ড মহি উদ্দিনের ঝুলন্ত দুই পা দেখে স্থাননীয় দের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য আবদুল গফুর মুক্তা গলায় ফাঁস দিয়ে মহি উদ্দিনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন। মহি উদ্দিন ১ ছেলে ও ১ মেয়ের জনক। তিনি ট্রাকের চালক হিসেবে কাজ করতেন। মাঝে মাঝে দিন মজুরের কাজও করতেন বলে জানা যায়। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মা-বাবার সাথে মহি উদ্দিনের কোন যোগযোগ নাই। মহি উদ্দিন পূর্ব কাটগড় এলাকায় বসবাস করেন। তার মা বাবা পৃথকভাবে অন্য জায়গায় থাকেন। সাতকানিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।