দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় প্রায় ৭ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করা হয়েছে। গত শনিবার এসব প্রকল্পের উদ্বোধন করেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। প্রকল্পগুলো হলো কালিয়াইশ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ফজল করিম সড়কের উন্নয়ন, দক্ষিণ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন ও কেঁওচিয়া ইউনিয়নের এফ রহমান সড়কের উন্নয়ন। সাতকানিয়া উপজেলার নির্বাহী প্রকৌশলী পারভেজ সারোয়ার জানান, তিনটি প্রকল্পের মধ্যে ৩ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় হতে শুরু হওয়া বীর মুক্তিযোদ্ধা এম ফজলুল করিম চেয়ারম্যান সড়ক, ১ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ ও ২ কোটি ২৪ লাখ টাকা ব্যায়ে দস্তিদারহাট এফ রহমান সড়ক থেকে মুক্তিযোদ্ধা এম ফজলুল করিম চেয়ারম্যান সড়ক পর্যন্ত ব্রিক সলিং দ্বারা উন্নয়ন। এই তিনটি প্রকল্পের মধ্যে দক্ষিণ কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বাকি দুটি সড়কের উন্নয়ন কাজ শুরু হলোমাত্র । খুব কম সময়ের মধ্যে এই দু'টি সড়কের উন্নয়ন কাজ সমাপ্তি হবে বলে আশা প্রকৌশলী পারভেজ সারোয়ারের। উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওসমান আলী জানান, এফ রহমান সড়কটি দীর্ঘদিন সংস্কারবিহীন থাকায় জনচলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এখন সড়কের সংস্কার কাজ সমাপ্ত হলে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে। এসব প্রকল্প উদ্বোধনকালে কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার মুহাম্মদ ইউনুস সিকদার, সাবেক সভাপতি ওসমান গনি, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।