আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় নিজের সন্তান বাড়িতে রেখে মা নিখোঁজ

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : শনিবার ৬ অগাস্ট ২০২২ ০৪:৩০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

নিজের সন্তান বাড়িতে রেখে নিখোঁজ সাতকানিয়ার পৌরসভা ৬নং ওয়ার্ডের মধ্যেম চরপাড়া মৃত্যু শহর মুল্লুকে’র মেয়ে ৫ সন্তানের জননী নুর বানু ৮ মাস পার হলেও সন্ধান মেলেনি, সন্ধান না পেয়ে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে নিখোঁজের মা আম্বিয়া খাতুন। জানা যায় নুর বানু ১৮ বছর পুর্বে দোহাজারী বিওসি মোড় এলাকার ইদ্রিস নামের এক ছেলের সাথে বিয়ে হয়। স্বামীকে নীজ বাড়িতে ঘর জামাই এনে তাদের সংসারে পাঁচ ছেলে হয় তিন ছেলে মারা যায়। এখন দুই ছেলে নিয়ে নুর বানু’র মা আম্বিয়া খাতুন মানুষের ঘরবাড়ীর কাজ করে দুই নাতিকে নিয়ে অতিব কষ্টের মাঝে দিন কাটাচ্ছেন। নুর বানু’র মা দৈনিক সাঙ্গুকে বলেন আমার মেয়ে জামাই কে ডিভোর্স দেয়ার পর থেকে অন্য পুরুষ এর সাথে সবসময় কথা বলত এক পর্যায়ে আমি বাধা দেই তারপর ও কথা মানতেন না। আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি ৭-১-২২ইং তারিখে। কোথায় আছে কার সাথে আছে বুঝতে পারছি না খূব দুশ্চিন্তায় আছি। নিখোঁজ হওয়ার ব্যাপারে থানায় একটি সাধারণ ডাইরি করার প্রস্তুতি নিচ্ছি।