আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : বুধবার ২৭ জুলাই ২০২২ ০৭:৩৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদ্যাপন করেন সাতকানিয়ার উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন- সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের। প্রধান অতিথি-চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা- বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আরও গতিশীল হবে এবং জাতির পিতার স্বপ্নের সুখী-সমৃদ্ধ ও উন্নত-আধুনিক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’ উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরফানুর রহমান সুমনের সভাপতিত্বে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ্ শানের সঞ্চালনায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক সহ-সভাপতি এম এ হাসিম, চেয়ারম্যান কাশিয়া ইউনিয়ন পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মালেখ খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ সেলিম, আমিলাইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।