সাতকানিয়া কক্সবাজার মহাসড়কের ছদাহা চারা বটতল নামক এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক মহিলা পথযাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুর দেড়টার সময়। নিহত মহিলা হলেন উপজেলার ঢেমশা ইউনিয়নের দক্ষিন ঢেমশা এলাকার আহমদ হোসেন এর স্ত্রী আয়েশা বেগম (৫৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, আজ দুপুরে চারা বটতল এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে এক মহিলা পথযাত্রীকে ধাক্কা দেয়। পরে তাহাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোহাজারি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ বাবুল মিয়া ট্রাক উল্টে এক মহিলা পথযাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।