আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সাতকানিয়া ট্যালেন্ট সার্চ বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নুরুল ইসলাম সবুজ সাতকানিয়া | প্রকাশের সময় : শনিবার ৪ ফেব্রুয়ারী ২০২৩ ১২:১৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

ছদাহা সমিতি চট্রগ্রাম মহানগর র আয়োজনে গত কাল শুক্রবার বিকেলে কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের মাঠে আহমদ লাল মিয়া র সভাপতিত্বে মাষ্টার জানে আলম ও মাহবুব এর যৌথ সঞ্চালনায় বৃত্তিপ্রাপ্ত পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বিশেষ অতিথি ছিলেন ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর আমির মোহাম্মদ নসুরুল্লাহ । কলামিস্ট ডক্টর মাধব আচায্য শিক্ষানুরাগী মাহফুজুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষা ছাড়া কোন জাতি ও দেশ সামনের দিকে অগ্রসর হতে পারে না । শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে পুরো পৃথিবী পরিবর্তন ঘটানো সম্ভব । আমাদের মনে রাখতে হবে সত্যকার শিক্ষা ছাড়া একটি জাতি কোনদিন তার নিজের সত্যিকার বিকাশ ঘটাতে পারে না বলে উল্লেখ করেন বক্তারা আরো বলেন বর্তমান বিশ্বে শিক্ষা ছাড়া উন্নয়নের কাতারে দাঁড়ানো অসম্ভব । শিক্ষা মানুষকে অন্ধকার ও কুসংস্কার থেকে দূরে রাখে ব্যক্তি জীবন সামাজিক জীবন সহ জাতীয় জীবনে শিক্ষা মানুষকে সত্য মিথ্যা নয় বিচার বিশ্লেষণ করতে শেখায় । আলোচনা শেষে ফলাফল ও পুরস্কার পর্ব পরিচালনা করেন শহীদুল্লার আমন্ত্রিত অতিথিরা ট্যালেন্ট সার্চ 40 জন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের মধ্যে পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয় ।