আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সাতকানিয়ার আমিলাইষ আদর্শ দাখিল মাদ্রাসার বার্ষিক সভা

সাতকানিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ১ জানুয়ারী ২০২৩ ১০:৫৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

সাতকানিয়া উপজেলার অন্তর্গত আমিলাইষ আদর্শ দাখিল মাদ্রাসার বার্ষিক সভা গত ৩০ ও ৩১ ডিসেম্বর দুইদিন ব্যাপী মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মানব জীবনে ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে বলেন, ইলমে দ্বীন মানুষকে সৎ ও মহৎ করে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলার একমাত্র হাতিয়ার। বক্তারা আরো বলেন, সন্তানকে মায়া—মমতা দিয়ে লালন—পালন করা এবং তাদের আদর্শ জীবন গঠন করা পিতা—মাতার দায়িত্ব ও কর্তব্য। এ ক্ষেত্রে ইসলামের অনুপম শিক্ষা ও নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ধর্মীয় শিক্ষা ছাড়া ছাত্র—ছাত্রীদের প্রকৃত আদর্শ জীবন গড়ে তোলা সম্ভব নয়। সভায় প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এম এ মোতালেব সি.আই.পি। শেষ দিনে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আহম্মদ কবির ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও জয় ইলেকট্রনিক্স এন্ড গ্রুপ আরব আমিরাত এর পরিচালক, মুহাম্মদ মহিউদ্দিন ফয়সাল। প্রধান ওয়ায়েজ ছিলেন ড. মাওলানা মাহমুদুল হক ওসমানী। আলহাজ্ব মাহফুজুর রহমানের সভাপতিত্বে শিক্ষক আবদুল খালেকের সঞ্চলনায় আলোচনা পেশ করেন মাওলানা মুনিরুল আলম, মাদ্রাসা সুপার মাওলান আবদুল্লাহ আল ফাউযান। উপস্থিত ছিলেন, মোঃ ইলিয়াছ সওদাগর, মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধক্ষ্য আলহাজ্ব আহমদ কবির সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।