চট্টগ্রামের সাতকানিয়ায় বাস ও ব্যাটারি চালিত রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষার্থীসহ দুইজন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনি বটতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন জনার কেঁওচিয়া ওবাইদিয়া মাদ্রাসার ৭ শ্রেণীর শিক্ষার্থী উম্মে সাইমা (১৪) ও রিকশা চালক আহমদ ছফা (৫৬)।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক আবু কাউছার জানান, শনিবার সকালে কেরানীহাটের উত্তরে খুনি বটতল এলাকায় যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি রিকশা সামনে আসা কক্সবাজার মুখী মারছা ট্রান্সপোর্টের অবস্থান না বুঝে সড়ক পার হচ্ছিল। এসময় বাসটির সাথে রিকশার সংঘর্ষে নারীসহ ২ জন আহত হয়। দুর্ঘটনায় পতিত গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।