আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পালস্ বাংলাদেশ সোসাইটির কর্মশালা

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : সোমবার ২৪ জুলাই ২০২৩ ০৮:১৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এনজিও সংস্থা পালস্ বাংলাদেশ সোসাইটি উদ্যোগে রাজনৈতিক নেতাকর্মী ও সমাজের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এনজিও সংস্থা পালস্ বাংলাদেশ সোসাইটি উদ্যোগে রাজনৈতিক নেতাকর্মী ও সমাজের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দিন ব্যাপী চট্টগ্রামস্থ এনজিও সংস্থা কারিতাস এর হল রুমে পালস্ বাংলাদেশ সোসাইটির পরিচালক আবুল বশার এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইআরআই অর্থায়নে এনজিও সংস্থা পালস্ বাংলাদেশ সোসাইটি “নাগরিক” প্রকল্পটি হাতে নেন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় আদর্শ নাগরিক গড়ে তুলার লক্ষ্যে জনমূখী  নেতৃত্বের মৌলিক ধারণা, গণতান্ত্রিক অনুশীলন, দ্বন্দ্ব নিরসন ও শান্তি প্রতিষ্ঠা, নাকরিকদের অধিকার ও দায়িত্ব এবং মিডিয়া ক্যাম্পেইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

পালস্ বাংলাদেশ সোসাইটির “নাগরিক” প্রকল্পটি  চট্টগ্রাম-কক্সাবাজার-বান্দরবান জেলায় বাস্তবায়িত হবে। অংশগ্রহণ করবেন সচেতন যুব ছাত্র-ছাত্রী, স্থানীয় রাজনৈতিক দল সমূহের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন আইএসবিই নির্বাহী পরিচালক এসএম নাজের হোছাইন, প্রোগ্রাম অফিসার কলিমুল্লাহ, বীর মুক্তিযেদ্ধিা আ.ব.ম হুমায়ন কবির, বাংলাদেশ আওয়ামী লীগ সদরঘাট থানা শাখার সহ-সভাপতি মো. শাহীন চৌধুরী, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি সাইমা হক, কাঞ্চন নগর মহিলা দলের সহ-সভাপতি ফারহানা আক্তার, চট্টগ্রামের বঙ্গবন্ধু পরিষদ এর সহ-সভাপতি জেসমিন সোলতানা পারু ও বাংলাদেশ আওয়ামী লীগ উত্তর চট্টগ্রামে উপদেষ্টা এম নাছিরুল হক প্রমূখ।