আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপ সংসদীয় আসনে মনোনয়ন দাখিল করছেন ৮ জন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ০৮:০৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ ) সংসদীয়  আসনে উৎসব মুখোর পরিবেশে  মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। 

গতকাল বৃহস্পতিবার  (৩০ নভেম্বর) পৃথক পৃথক সময়ে   চট্টগ্রাম জেলা প্রশাসকের  কার্যালয়ে তারা মনোনয়ন ফরম জমা দেন। শেষ দিনে  ফরম দাখিল করেছেন আওয়ামী লীগ  মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা। মনোনয়ন পত্র দাখিলের সময় সঙ্গে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, মগধরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম সহ অনন্য নেতৃবৃন্দ, একই দিন চট্টগ্রাাম জেলা প্রশাসকের  কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে  মনোনয়ন ফরম জমা দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী,এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সেলিম উদ্দিন হায়দার, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র জাফর উল্ল্যাহ টিটু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান ফুলমিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান শাহীন, ১৫ নং মাইটভাংগা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। 

চট্টগ্রাম জেলা প্রশাসকের হাতে সন্দ্বীপ আসনের মনোনয়নপত্র জমা দেন ১৭ দলীয় জোট গণতন্ত্র বিকাশ মঞ্চ সমর্থিত  এনপিপি মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। 

এসময় উপস্থিত ছিলেন ব্যারিষ্টার সোহরাওয়ার্দী  আরাফাত খান,  এনপিপি নেতা ডক্টর জাহেদ খান, মোহাম্মদ কামাল পাশা, আবুল মনজুর লিমন  ডাক্তার ফারহানা ইসরাত চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা, অ্যাডভোকেট সায়মা সুলতানা, অ্যাডভোকেট জিয়া উদ্দীন রাব্বি, সাইফুর রহমান খান, শাখাওয়াত রহমান খান জাতীয় পাটির মনোনীত প্রার্থী এম এ সালাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাম্মদ উল্ল্যাহ খান, ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আবদুর রহিম আজাদ,  এর আগের দিন মনোনয়ন পত্র জমা দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মনোনীত প্রার্থী পাটির কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল আকতার, এছাড়া গতকাল  সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন বাংলাদেশ সুপ্রীম পাটি (বিএসপি) মনোনীত প্রার্থী নুরুল আনোয়ার হিরণ। 

এদিকে কেন্দ্র থেকে মনোনীত তৃনমুল বিএনপির প্রার্থী নাইম হাসান মনোনয়ন পত্র দাখিল করছেন কিনা নিশ্চিত হওয়া যায় নি। 

আগামী১-৪ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সন্দ্বীপ   আসনের প্রার্থীদের  মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থীদের আপিল গ্রহণ করা হবে ৬-১৫ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, প্রচারণার শেষ দিন ৫ জানুয়ারি, ভোট গ্রহন করা হবে ৭ জানুয়ারি। 

সন্দ্বীপ উপজেলায় ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ভোটার রয়েছে ২৫৬৯৮২ জন, কেন্দ্র সংখ্যা ৮৬ টি।