আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপে শিক্ষার্থীকে বেদম প্রহর শিক্ষককে সাময়িক অব্যহতি

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : শুক্রবার ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ০৬:৫৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র তানজিদ হোসেন কে বেদম প্রহর করছে, ঐ স্কুলের  সহকারী শিক্ষক মাইনউদ্দীন, ২২ ফেব্রয়ারি স্কুল কক্ষে এ ঘটনা ঘটে,  এতে তানজিদ হোসেনের সমস্ত শরীর আগাতে লালচে বর্ণের হয়ে গেছে , দেখা যাচ্ছে  ঐ শিক্ষক শুধু আঘাত করে ক্ষান্ত হয়নি, একই সাথে এ শিক্ষার্থীর মাথার চুল ও কেটে দিছেন। 

এ বিষয়ে ২৩ ফেব্রয়ারি সকালে  আঘাতপ্রাপ্ত শিক্ষার্থী তানজিদ হোসেনের পিতা সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরীর কাছে লিখিত অভিযোগ করে ঐ শিক্ষকের বিচার দাবি করছেন। তামজিদ হোসেন পেশায় রাজমিস্ত্রী, এবং তার শুধু একটি মাত্র ছেলে,  খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থী তানজিদ হোসেনের বাড়িতে যান, একই সাথে সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিযুক্ত সহকারী শিক্ষক মাইনউদ্দীন কে ডাকান। পরবর্তীতে  ইউএনও প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে  তাৎক্ষণিক তিনি  সহকারী শিক্ষক মাইনউদ্দীন কে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেন।

এবং আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীকে ঔষধ পত্রের জন্য সামান্য টাকা দেন।

423454212_903928001388604_2206716971274188510_n

এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী বলেন, শিক্ষক হলো জাতি গরার কারিগর, তাদের কে আমরা সম্মান করি, এ ছেলেটিকে তিনি যেভাবে বেদম মারধর করছেন, তা কাম্য ছিল না, তার কথাবার্তা মোটো ও সন্তোষজনক নয়, এখন আমরা সাময়িক অব্যাহতি তাকে দিয়েছি, পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যাবস্হা গ্রহন করা হবে।