আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপে মাছ চাষ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

সন্দ্বীপ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ ০৮:৫২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপে  উন্নত পদ্ধতিতে মাছ চাষ ও ব্যবস্থানা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলর বিভিন্ন ইউনিয়নের ২০ জন প্রান্তিক মৎস্য চাষি অংশগ্রহণ করেন। 

 

মঙ্গলবার  বেলা  সাড়ে ১২ টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে  এবং উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় কক্ষে এ কর্মশালা শুরু হয়।

সন্দ্বীপ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতিক উল্ল্যার সভাপতিত্বে, অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে  ভার্চুয়ালি বক্তব্য রাখেন চট্টগ্রাম  জেলা মৎস্য কর্মকর্তা  শ্রীভাস চন্দ্র চন্দ, 

অনুষ্ঠানে  প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার  সভাপতি দৈনিক সাঙ্গু পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি  ইলিয়াছ সুমন, ও  দৈনিক সমাচার প্রতিনিধি আবদুল হামিদ সহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা  কর্মচারিরা   উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ কর্মশালায় ওইসব মৎস্য চাষিদের পুকুর, ঘের এবং  মাছ চাষের বিষয়ে ধারণা দেয়া হয়।