আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সন্দ্বীপে কাজী আফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হলেন ইবনুস সারমান ইরান

সন্দ্বীপ প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৫ জানুয়ারী ২০২৪ ০৮:২১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের চৌকাতলী গ্রামের ঐতিহ্যবাহি কাজী আফাজ উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুণরায় সদস্য নির্বাচিত হন বিশিষ্ট সমাজ সেবক, শেরআলী পরিবারের সন্তান ইবনুস সারমান ইরান।

 

গতকাল ১৪ই জানুয়ারি সোমবার দুপুরে প্রিসাইডিং অফিসার স্কুলের ৪সদস্যের অভিভাবক কমিটি ও ১জন শিক্ষানুরাগী নির্বাচিত করেন।

 

জানা গেছে, ইবনুস সারমান ইরান সন্দ্বীপের ঐতিহ্যবাহি শেরআলী পরিবারে ১৯৮৪সালে জন্মগ্রহণ করেন। তিনি বীরমুক্তিযুদ্ধা ইউনুস শরীফের বড় ছেলে। তিনি সন্দ্বীপের বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে অবদান রেখে আসছেন। তিনি দাদার নামে প্রতিষ্ঠিত মরহুম আব্দুল মালেক লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন থেকে সমাজের দুঃস্থ অসহায় মানুষের সহযোগিতা করে যাচ্ছেন।

 

ইবনুস সারমান ইরান বলেন, আমি স্কুলের শিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ করে যাব। এবং স্কুলের সার্বিক উন্নয়নেও ভূমিকা রাখার চেষ্টা করব।