বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন সন্দ্বীপ উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর বিকেল ৩ টায় সন্দ্বীপ উপজেলা শহরের সন্দ্বীপ টাউয়ারের দ্বিতীয় তলায় এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক হারামিয়া ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম মেম্বার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মিতা এমপি।
এতে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যান এসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাশেম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সাজিয়া সুলতানা,
সংগঠনের সন্দ্বীপ উপজেলা শাখার সদস্য সচিব রহমতপুর ইউনি সদস্য আকবর হোসেনের সঞ্চালনায় এতে আর বক্তব্য রাখেন মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, সংগঠনের সন্দ্বীপ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুছাপুর ইউপি সদস্য আবু তাহের, মগধরা ইউপি সদস্য শহিদুল ইসলাম মাসুম প্রমুখ, প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি বলেন ইউনিয়ন পরিষদ হলো শক্তিশালী সংগঠন, আমি মনে করি আপনারা যদি এ সংগঠনটি ভাল ভাবে করতে পারেন তাহলে সন্দ্বীপে এ মেম্বার কল্যাণ এসোসিয়েশন হবে শক্তিশালী একটি সংগঠন, আপনারা মেম্বারেরা হলেন তৃনমুলের জনপ্রতিনধি, আপনারা তৃনমুলের আসল সেবক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে তৃণমূল কে শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাফর, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, দীর্ঘাপাড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সংগঠন নেতা যুগ্ন আহ্বায়ক বাউরিয়া ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য আবদুল হান্নান যুগ্ম আহ্বায়ক, সদস্যরা হলেন আরিফুল ইসলাম শিমুল গাছুয়া ৩, মহসিন হায়দার গাছুয়া ৬, মোঃ ইলিয়াছ মগধরা ২, জাহাঙ্গীর আলম মুছাপুর ৮, আজমখান তুহিন হারামিয়া ৬, তৌহিদুল মাওলা রোবেল হারামিয়া ৪, রবিউল আলম বাউরিয়া ৪, জামাল উদ্দিন রহমতপুর ৭, রিদোয়ান হরিশপুর ৭, আরিফুর রহমান আরিফ হরিশপুর ৫, বাহার উদ্দিন কালাপানিয়া ৯, বাবলু চৌধুরী কালাপানিয়া ৪, সেলিম উদ্দিন সন্তেষপুর ৯, ইমরুল সন্তোষপুর ২, রোবেল হারামিয়া ২, সোহরাব আজিমপুর ৯, রাশেদ আজিমপুর ২, মিজানুর রহমান সারিকাইত ৫, আজিজুল হক ভুলু মাইটভাংগা ১, দিদারুল আলম আমানউল্লাহ ৫, বাবুল মুছাপুর ৬, ওমর শরিফ রহমতপুর ৬, জাহেদ সরওয়ার শিমুল মগধরা ৫, সুরাইয়া বেগম মুছাপুর ৭.৮.৯, নার্গিস মগধরা ১.২.৩, হোসনে আরা রহমতপুর ৪.৫.৬, সহ শতাধিক ইউপি সদস্য উপস্থিত ছিলেন।