চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামের আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া মেহনতী শ্রমজীবী মানুষের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি কোনদিন সুখ-শান্তি ও সমৃদ্ধি কল্পনা করা যায় না। সেই কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হলে আল্লাহর দেওয়া বিধি বিধানের পূর্ণ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কারন সেই বিধানেই আছে মানুষের মুক্তির জন্য সঠিক দিকনির্দেশনা। রাসুল (সা.) আল্লাহর দেওয়া একটি কিতাবের মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। যে সমাজে ছিল না ধনী-গরীবের বিভেদ। সমুন্নত ছিল মালিক-শ্রমিক সকলের সমান মর্যাদা।
তিনি শুক্রবার (২৩ আগষ্ট)
সকালে সাতকানিয়া উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা গুলো বলেন ।
উপজেলার কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন, সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা.মুহাম্মদ ইউনুচ
বিশেষ অতিথি ছিলেন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসহাক বলেন, দুই-তৃতীয়াংশ শ্রমজীবীর এ দেশে মানুষ প্রতিনিয়ত দারিদ্রতার সাথে লড়াই করে জীবন সংগ্রাম চালিয়ে যায়। মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেও তাদের অনেকের ঘরে বিভিন্ন সময় চুলায় আগুন জ্বলেনা। কারণ শ্রমিকরা ন্যায্য মজুরি পাওনা থেকে সব সময় বঞ্চিত থাকে। আবার নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে অনেককে রাজপথে জীবন দিতে হয়। এজন্য জেলা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের প্রতিটি সেক্টরে ট্রেড ইউনিয়ন সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। যা শ্রমিকদের দুর্দশা দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি দিদারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি
মাওলানা নুরুল হোছাইন, অফিস সম্পাদক মাষ্টার এনামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা কামাল উদ্দিন ও উপদেষ্টা রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন, শ্রমিক নেতা খানে আলম, সাইফুল ইসলাম, প্রফেসর জসিম উদ্দীন, মুহাম্মদ মনজুর আলম, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ, রেজাউল করিম, আবদুল কাদের নওশা, মুহাম্মদ কাসেম, মোহাম্মদ মোর্শেদ, আবদুল করিম ও নুরুল আলম।