ফটিকছড়িতে শোকর-এ মওলা মঞ্জিলের ৯ম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে "জিকরে শাহানশাহ", মাইজভান্ডারি দর্শন শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল হয়েছে। ১০ মার্চ (শুক্রবার) রাতে হারুয়ালছড়ি শোকর-এ মওলা মঞ্জিলে জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা শাহেদ আলী চৌধুরীর সভাপতিত্ত্বে আলোচনা সভায় মাইজভান্ডারি দর্শন শীর্ষক আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মো; জাফর উল্লাহ, সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী, গাউছিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ সদস্য কাজী মাওলানা মোহাম্মদ হাবিবুল হোসাইন। নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মাইজভান্ডারি কালাম পরিবেশন করেন হুমায়ুন রশিদ ফয়সাল, স্বাগত বক্তব্য রাখেন মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক ব্যাংকার সৈয়দ শফিউল আজিম সুমন। বক্তব্য রাখেন ডাঃ পঞ্চানন দাশ গুপ্ত ও জৌতি ফোরামের সভাপতি জয়নাল আবেদিন তাওরাত। অনুষ্টানে মোট ৪৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ৪জনকে কর্মসংস্থান খাতে ২টি সেলাই মেশিন ও চিকিৎসা খাতে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।