আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

শেভরণ হাটহাজারী শাখার উদ্বোধন

মাহমুদ আল আজাদ হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ২৩ অক্টোবর ২০২২ ০৪:৪৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রোগীদের সাথে চিকিৎসক যদি ভাল আচরণ করে রোগীর অর্ধেক রোগ সেরে যায়। একজন রোগী সেটাই আশা করে। তাই রোগীদের সাথে ভাল ব্যবহার করা উচিত।চিকিৎসা সেবা দিয়ে গুণগত মান বজায় রাখবে শেভরণ। রোববার দুপুরে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী প্রাইভেট লিমিটেড হাটহাজারী শাখার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদী'র সম্পাদক এম এ মালেক এসব কথা বলেন। শাখার চেয়ারম্যান ডাঃ এম এ করিমের সভাপতিত্বে তিনি আরো বলেন, এ দেশের চিকিৎসকরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে করোনায় আক্রান্তদের চিকিৎসা দিয়েছেন তা বিশ্বে বিরল। তাই একটু ভাল ব্যবহার করলে দেশের বাইরে যাওয়ার প্রবণতা কমবে রোগীদের। শেভরণের স্টাফদের উদ্দেশ্য করে তিনি বলেন, রোগ নির্ণয়ে ব্যবহৃত মেশিনের পেছনের স্টাফরা যদি দক্ষ না হয় তাহলে উন্নতমানের মেশিনের ফলাফল ভাল আসবেনা। অনেক ল্যাবরেটরী আছে যেখানে রিপোর্টের আগেই ভাল চিকিৎসকদের সাক্ষর থাকে যা অনুচিত। আশা করছি শেভরণ এ বিষয়ে সজাগ থাকবেন। মো. শোয়াইব হোসেন ফারুকীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে সদ্য বিদায়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত। উদ্বোধনী বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগের ডাইরেক্টর হেলথ ডাঃ মো. সাখাওয়াত উল্যাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক আজাদী'র চীফ রিপোর্টার হাসান আকবর, এ এ জি তাসাদ্দিক মরতুজা। বিশেষ আলোচক ছিলেন, আলহাজ্ব মীর মোশাররফ হোসেন।এসময় দেশ টিভির বিভাগীয় প্রধান আলমগীর সবুজ, শেভরণের চেয়ারম্যান ফরিদুল আলম, ডাঃ শামিম আল মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।