মহেশখালী উপজেলার শাপলাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ই ফেব্রুয়ারী সকাল ১০টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাইছার লিটন। প্রধান অতিথি ছিলেন- শাপলাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্যানেল চেয়ারম্যান এম জসিম উদ্দিন মাহমুদ। প্রধান মেহমান ছিলেন- ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুচ সালাম, বিশেষ অতিথি ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল গফুর মানিক, সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, শাকের মোহাম্মদ কাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দুল আলম, ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার দিলরুবা বেগম দিলু, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ডাঃ আব্দুল খালেক মানিক প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।