শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে ২১ই ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ই ফেব্রুয়ারী সকাল ৯টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলমের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক নুরুল আবছারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আব্দুল খালেক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- শাপলাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ ওসমান সরোয়ার, শাপলাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, প্যানেল চেয়ারম্যান এম. জসিম উদ্দিন মাহমুদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি আব্দুল গফুর মানিক, ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার দিলরুবা বেগম দিলু, সাবেক মহিলা মেম্বার মনোয়ারা কাজল। আলোচনা সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক সহ পরিচালনা কমিটির সকল সদস্যগন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মোনাজাত পরিচালনা করেন- সহকারী শিক্ষক মাওলানা নুর মোহাম্মদ।