মহেশখালী উপজেলার শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ই ফেব্রুয়ারী সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলমের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক নুরুল আবছারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুল খালেক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি আবদুল গফুর মানিক, শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলা প্রভা দে, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক, শাপলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহাব উদ্দিন মাহমুদ, পরিচালনা কমিটির সদস্য মোঃ নেজাম উদ্দিন, নুরুল আলম, সংরক্ষিত সদস্য হোসনে আরা বেগম, মহেশখালী উপজেলা শ্রমিকলীগের সদস্য হামিদুল ইসলাম । অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সকল সদস্য সহ সকল শিক্ষকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শাপলাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা নুর মোহাম্মদ।