আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ জাগরণের

হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ১৯ নভেম্বর ২০২২ ০৪:৪২:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সমাজের অসহায় ও দুস্থ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও নতুন সদস্যদের সাথে পরিচিতি সভা করেছে হাটহাজারী পৌরসভার প্রাচীনতম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগরণ।শুক্রবার (১৮নভেম্বর)সন্ধ্যায় সংগঠনের স্থায়ী কার্যালয়ের হলরুমে জাগরণ ক্লাবের সাধারণ সম্পাদক অনুপম চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি মোঃ খায়রুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও জাগরণ ক্লাবের উপদেষ্টা এডভোকেট এম সাখাওয়াত হোসেন। শীতবস্ত্র বিতরণ ও পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন জাগরণ ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ ইউনুস খন্দকার,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও জাগরণ ক্লাবের উপদেষ্টা ডঃ মোঃ মোরশেদুল আলম, জাগরণ ক্লাবের আজীবন সদস্য ও বিশিষ্ট ব্যাংকার একেএম মহিউদ্দিন কাসেম,টেকনাফ সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান কবি মাইনুদ্দিন,জাগৃতি ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দৌলা,সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম সিরাজ মিয়া,হাটহাজারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম খান,সুজানগর হাজী আবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল করিম,এস এম আলী আকবর,আইয়ুব পাভেল,মো.আহসান আরিফ চৌধুরী জুয়েল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে জাগরণের সাংগঠনিক সম্পাদক মো.এরশাদ উল্লাহ সিকদার,অর্থ সম্পাদক সৈয়দ মো:রাসেল,সহ ক্রীড়া সম্পাদক রাউফুল আলম সোহেল,পাঠাগার সম্পাদক মো.ফয়জুল্লাহ আনছারী, প্রকল্প ও ধর্মীয় সম্পাদক ফয়জুল্লাহ হামিদি,প্রচার সম্পাদক মো.মাহবুবুল করিম,সমাজ কল্যান সম্পাদক সাইফুদ্দিন সজিব সহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় শতাধিক অসহায় দরিদ্র মানুষকে শীতবস্ত্র বিতরণ সহ ৫০জন নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়।