শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট ১২ মিনিট আটকে ছিল।
শুক্রবার (১০ মে) সকালে হাইড্রোলিক প্রেসারজনিত সমস্যার কারণে এ ঘটনা ঘটে।
১৯৮ জন যাত্রী ও ক্রু ছিলেন ওই ফ্লাইটে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, দুবাই থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটটি সকাল ৮টা ৪০ মিনিটে ১৯১ জন যাত্রী ও সাতজন ক্রু নিয়ে বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
ফ্লাইটটির হাইড্রোলিক প্রেসার প্রবলেমের কারণে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে।