আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় ৩ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : বুধবার ৬ জুলাই ২০২২ ০৭:২৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোক্তার হোসেন (২২) নামের এক পাচারকারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেন।

গত মঙ্গলবার রাতে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবাসহ আটক করেন। সে কক্সবাজার জেলার টেকনাফ সাবরাং সিকদার পাড়া মৃত জাফর আলম এর ছেলে।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই মো. সজিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করেন। তার বিরুদ্ধে মাদক দত্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।