আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় ১৫ মামলার পালাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ জুলাই ২০২২ ০৪:৩৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ মামলার পালাতক আসামী আহম্মদ শফি (৪৯)কে গ্রেপ্তার করেছেন। সে লোহাগাড়া আমিরাবাদ দর্জি পাড়া এলাকার মৃত সৈয়দ আহমদ এর ছেলে।

২৬ জুলাই (মঙ্গলবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

থানা পুলিশ জানান, গ্রেপ্তার আহম্মদ শফির বিরুদ্ধে ১৫টি সিআর মামলায় ওয়ারেন্ট রয়েছে। তার মধ্যে ২টি মামলায় ১ বছর করে সাজা ও আর ২টি মামলায় ৬ মাসে সাজা দেন আদালত। বাকি ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ ও ঋণ নিয়ে পরবর্তিতে আত্মসাত করে এবং আত্মসাতের ঘটনায় সাজা হয়। লোহাগাড়া থানার এসআই নুরুন নবী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

লোহাগাড়া তানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবপাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম মহানগর পুলিশের সহায়তায় ১৫ মামলার পালাতক আসামী আহম্মদ শফিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।