আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

লোহাগাড়ায় হেফজখানার দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : শুক্রবার ২৩ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩৯:০০ অপরাহ্ন | জাতীয়

লোহাগাড়ায় হেফজখানার দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে রিয়াদ (২৩) নামের এক শিক্ষককে আটক করেছে লোহাগাড়া পুলিশ।

 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা সদর রশিদার পাড়া এলাকা থেকে লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন।

 

আটক রিয়াদ উপজেলার আমিরাবাদ মল্লিক সোবহান হাজির পাড়া এলাকার আহমদ।কবিরের ছেলে।

 

স্থানীয় ইউপি সদস্য মো. শাহ আলম লিটন বিষয়টি নিশ্চিত করে বলেন, হেফজখানার ছাত্রকে বলৎকারের অভিযোগে থানা পুলিশের একটি টিম শিক্ষক রিয়াদকে আটক করে নিয়ে যায়।

 

নির্যাতিত শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, শুক্রবার সকালে লোহাগাড়া সদর ইউপি সদস্য সন্তাদের বলৎকারের বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে হেফজখানায় এসেছে সন্তানদের কাছ থেকে জানতে চাইলে তারা বিষয়টি প্রথমে অস্বীকার করেন। বাড়ি নিয়ে গেলে সব কিছু খুলে বললে থানা পুলিশকে অবহিত করি। তারা আরো বলেন, আটক শিক্ষক কিছুদিন ধরে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছে সন্তানদের। বিষয়টি কাউকে না বলার জন্যও প্রাণ নাশের হুমকি দেন। তারা ওই শিক্ষকের শাস্তির দাবি জানান।

 

লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, হেফজখানার দুই ছাত্রকে বলৎকারের অভিযোগে থানা পুলিশের এটি টিম ওই হেফখানার শিক্ষক রিয়াদকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসো। এঘটনায় মামলা দায়ের করা হবে।