চট্টগ্রামের লোহাগাড়ায় শেখ কামাল আন্ত: স্কুল ও মদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতা-২০২৩ আয়োজন বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও আয়োজক কমিটির সভাপতি শরীফ উল্যাহ্র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- শেখ কামাল আন্ত: স্কুল ও মদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতা-২০২৩ আয়োজন বিষয়ক কমিটির সদস্য যথাক্রমে- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহম্মদ শাহজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুৃল ইসলাম, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম ইউনুচ, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর, দক্ষিণ সাতকানিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসমশুল আলম, মোস্তপা বেগম গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. হাসান, আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদত হোসেন, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ফারুক হোসাইন, বার আউরিয়া ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক মো. আলমগীর, খেলোয়াড় প্রতিনিধি মো. মোজাফ্ফর আহম্মদ, মো. জয়নুল আবেদীন বাবু, মো. চিশতী, ক্রীড়ানুরাগী মো. মনছুর আলী, খোকন কান্তি নাথ ও - শেখ কামাল আন্ত: স্কুল ও মদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতা-২০২৩ আয়োজন বিষয়ক কমিটির সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস.কে শামসুল আলমসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।