আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

লোহাগাড়ায় মুদি দোকানদার নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া : | প্রকাশের সময় : বুধবার ২ অক্টোবর ২০২৪ ০৮:৪৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় মো. সোলেমান (৫১) নামের এক মুদি দোকানদার সেনেরহাট বাজারে যাওয়ার জন্য বের  হয়ে নিখোঁজ হয়েছেন। 

এ ঘটনায় তার শ্বাশুড়ি মমতাজ বেগম বাদী হয়ে বুধবার (২ অক্টোবর) সকালে লোহাগাড়া থানায় নিখোঁজ ডায়েরী করেন। যার জিডি নং-৮৭। নিখোঁজ সোলেমান চট্টগ্রামের রাউজান মঙ্গলখালী গ্রামের  মো. আনোয়ার মিয়ার ছেলে।

জানা যায়, চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া দুল্লবের পাড়া গ্রামের মো. ইসহাকের মেয়ের সাথে গত ৮ মাস আগে মো. সোলেমানের দ্বিতীয় বিয়ে হয়। প্রথম সংসারে ৩ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার সেনেরহাট হিন্দুপাড়া সংলগ্ন নিজের ব্যবসা প্রতিষ্ঠান মুদির দোকন থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ সোলেমানের বাবা আনোয়ার মিয়া মুঠোফোনে বলেন, আমার ছেলে দ্বিতীয় বিয়ে করার আগেই শ্বশুর বাড়ি এলাকায় মুদি দোকান করতো। বিয়ে করে গত ২ মাস আগে বউকে ঘরে তুলেন। গত সোমবার সকালে সে স্ত্রীর সাথে যোগাযোগ না থাকার বিষয়টি জানতে পারলে মঙ্গলবার বিকেলে লোহাগাড়ায় স্বামীর সন্ধানের জন্য পাঠিয়ে দিয়েছি।

সোলেমানের স্ত্রী ইয়াছমিন আক্তার বলেন, আমার স্বামী ঘটনার দিন সকালে দোকান থেকে বের হবার সময় আমাকে ফোন দিয়েছিল। ১১টার দিকে ফোন দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। সারাদিন যোগাযোগ করতে না পারায় শ^াশুরকে অবহিত করলে সে আমাকে পাঠিয়ে দেয় খোঁজ নেওয়ার জন্য। দোকানে এসে দেখি একই চিত্র। মাকে নিয়ে গিয়ে থানায় সাধারণ ডায়েরী করে আসছি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, সোলেমান নামের এক দোকনদান নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় থানায় সাধারণ ডায়েরী করেছেন তার শ্বাশুড়ি। নিখোঁজের বিষয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল গিয়ে তদন্ত করছেন।