চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে মো. জমিরুল ইসলাম নামের এক মাটি খেকোকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার আধুনগর সিপাহীর পাড়ার সাহাব মিয়ার ছেলে।
গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাজাহান বলেন, উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয়ের পাশে কৃষি জমির টপ সয়েল কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করি। এসময় জমিরুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। কৃষি জমির টপ সয়েল কাটা সম্পূর্ন অপরাধ। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে লোহাগাড়া থানা পুলিশের ১টি টিম সার্বিক সহযোগিতা করেন