আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় বাস চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : রবিবার ১৯ জুন ২০২২ ০৫:৪৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় বাস চাপায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ কনস্টেবল মারুফুল ইসলাম (২২) নিহতের ঘটনায় বাস চালক সুজন দে (৩৮)কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। সে চট্টগ্রামের রাউজান ফকির টিলা ইয়াছিন নগর এলাকার মৃত বিমল দে’র ছেলে।

রোববার (১৯ জুন) সাকালে চট্টগ্রামের রাউজান ডাবুয়া জগন্নাথহাট বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব-৭।।

ঘটনার পরপরই বাস চালক সুজন দে (৩৮) আত্মচেলে যায় এবং হেলপার সাজ্জাদ হোসেনকে স্থানীয় জনগণ আটক করে আইন শৃংখলা বাহিনীর নিকট সোপর্দ করে।

নিহত পুলিশ কনস্টেবল মারুফ এর মা হাসিনা খানম বর্ণিত আসামীদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি মামলার দায়ের করেন। যার মামলা নং-২৩। ধারা-সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/৯৯/১০৫। 

চট্টগ্রাম র‌্যাব-৭ এর মিডিয়া প্রধান জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত কনস্টেবল মারুফুল ইসলাম ছুটি নিয়ে বাড়ি যাবার পথে লোহাগাড়ার চুনতিতে বাস চাপায় ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পরপরই বাসের হেলপার আটক হন। তবে ঘাতক বাসচালক আত্মগোপনে চলে যায়। চট্টগ্রাম র‌্যাব-৭ বাস চালককে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী চালায়। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭ জানতে পারে ঘাতক বাস ড্রাইভার সুজন চট্টগ্রামের রাউজান থানাধীন ডাবুয়া জগন্নাথহাট বাজার এলাকায় আত্মগোপন করে আছে। উক্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত বাস চালক সুজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে লোহাগাড়া থানায়  হস্তান্তর করা হয়।