আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২২ ডিসেম্বর ২০২২ ০৫:৫৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে চট্টগ্রামের লোহাগাড়া বটতলি স্টেশনে দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বটতলী দরবেশ হাট রোড এলাকায় ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ। জরিমানা আদায়কৃতরা হলেন, জেবিএল ফার্মেসির মালিক ছোটন কান্তি নাথকে (৩০) ৩০ হাজার টাকা ও সিআর মেডিকেল হলের মালিক ভগীবত ধরকে (৫০) ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে ওই দুই ফার্মেসির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।