আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : শুক্রবার ১১ মার্চ ২০২২ ০৪:৩৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উজ্জল (৩২) নামের এক চালক নিহত হয়েছেন। সে গাইবান্ধা জেলার পলাশ বাড়ি উপজেলার দুলালের ছেলে। শুক্রবার ভোর রাতে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম মূখি লবণ বোঝাই ট্রাক ও কক্সবাজার মূখি পেঁয়াজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনা স্থলে লবণ বোঝাই ট্রাকের চালক নিহত হন।

ঘটনার খবর পেয়ে সকালে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় কবলিত দুটি ট্রাক  এবং নিহতের লাশ উদ্ধার করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরিচয় সনাক্ত করেন। দুর্ঘটনায় কবলিত ট্রাক দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।