চট্টগ্রামের লোহাগাড়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে চুরিকাঘাতে আহত প্রবাস ফেরত যুবক মো. আবু জাহেদ (৪০) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তিনি চুনতি সাতগড় পাটিয়াল পাড়া এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে আইসিইউতে ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান তার ভাই মো. সেলিম উদ্দিন। গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় উপজেলার চুনতি পাটিয়াল পাড়া সাতগড় ছড়া ব্রীজের পাশে এ ঘটনাটি ঘটে। ঘটনায় পরপরই লোহাগাড়া থানায় মামলা দায়ের হয়। স্থানীয়রা জানান, উপজেলা চুনতি সাতগড় কুলাল পাড়ার এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হারুন গ্রæপ জুয়া খেলা খেলছিল। ওইসময় প্রবাস ফেরত আবু জাহেদ প্রতিবাদ করায় হারুণ সহ তার পালিত সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার কয়েকদিন পর নিহত জাহেদকে ঘটনাস্থলে একা পেয়ে তার মাথাসহ পুরো শরীরে চুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসার অবনতি ঘটলে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অস্থায় মারা যান তিনি। স্থানীয় ইউপি সদস্য মো. এন্তেজার বলেন, জুয়া খেলাকে কেন্দ্র করে প্রবাস ফেরত জাহেদকে খুন করা হয়েছে। এ নিয়ে এলাকায় চলছে চরম উত্তেজনা। এ রকম ঘটনা আগে কখনো ঘটেনি। সে ২ সন্তানের জনক। লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি মামলা রুজু হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য পুলিশ মাঠে কাজ করছে। এ ব্যাপারে ছাড় দেওয়া হবে না কাউকে।