আজ রবিবার ৫ মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

লোহাগাড়ায় খাস জায়গায় অবৈধ দখলদার উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ১০:৪২:০০ অপরাহ্ন | জাতীয়

লোহাগাড়ার পদুয়া ফরিয়াদেরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাঙ্গর খালের তীর সংযোগ সরকারি খাস জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে দেড় ঘন্টা ব্যাপী ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। 

 

এসময় উপস্থিত ছিলেন- পদুয়া ইউনিয়ন পরিষদের ভরপ্রাপ্ত চেয়ারম্যান মো. লিয়াকত আলী, লোহাগাড়া থানার এসআই সাইদুল ইসলাম, আনসার সদস্য ও গ্রাম পুলিশ।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, পদুয়া ফরিয়াদেরকুল  সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাঙ্গর খালের তীর সংলগ্ন সরকারী খাস জায়গায় অবৈধভাবে পাকা ভবন নিমার্ণ করায় তা দখলমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত জমির পরিমাণ ০.০১৫৬০ একর যার আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।  পাকা স্থাপনার মূল্য ২২ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া যিনি ভবন নির্মাণ  করেছেন ভবিষ্যতে এরূপ কাজ হতে বিরত থাকবেন মর্মে লিখিত অঙ্গীকার করেন এবং  তাকে সড়ক হতে নির্মাণ  সামগ্রী সরিয়ে ফেলতে নির্দেশ দেয়া হয়।