আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

লোহাগাড়ায় আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া : | প্রকাশের সময় : সোমবার ১৮ নভেম্বর ২০২৪ ০৮:০৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় আবাসিক এলাকায় বসতবাড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি করায় আবু আহমেদ এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে লোহাগাড়া সদর রশিদার পাড়া গ্রামে আবু আহমদের বাসতবাড়িতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাসান।

 

অভিযানকালে চট্টগ্রামে জেলা এনএসআই কর্মকর্তাসহ, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাহিদ ও লোহাগাড়া ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের কর্মকর্তা রুবেল আলমসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাসান বলেন, গোয়েন্দা সংস্থা এনএসআই এর  তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আবু আহমদের বসতবাড়ির আঙ্গিনায় প্রায় ৬ হাজার গ্যাস সিলিন্ডার বিপজ্জনকভাবে রাখার প্রমাণও পেয়েছি। অথচ আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার মজুত এবং বিক্রির জন্য ফায়ার সার্ভিস এবং বিস্ফোরক অধিদপ্তরের কোনো লাইসেন্স প্রতিষ্ঠানটির ছিল না। তাই আবু আহমেদ এন্টারপ্রাইজের মালিক মো. ওসমান গনিকে  দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে সব গ্যাস সিলিন্ডার আবাসিক এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া অঙ্গীকারসহ বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লাইসেন্স ব্যতীত আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার মজুদ করবেন না বলে জন্য মুচলেকা নেওয়া হয়।