আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

লোহাগাড়ার দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল বাড়ি ও সিএনজি গাড়ী

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : সোমবার ১৫ অগাস্ট ২০২২ ০৩:৫৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ার আমিরাবাদ খৈয়ারকুল ২নং ওয়ার্ড এলাকায় রাতের আধারে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল বসতবাড়ি ও সিএনজি চালিত অটোরিকশা। 

সোমবার (১৫ আগষ্ট) দিবাগত রাত দেড়টার এঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য শারফু সিকদার।

ক্ষতিগ্রস্থ সিএনজি অটোরিক্সার মালিক শাহাদাত হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় রাত ১০টায় বাড়ির পাশে গাড়ি রেখে ঘুমিয়ে ছিলাম। আশপাশের লোকজনের চিৎকার শোনে ঘুম থেকে উঠে দেখি বাড়ির পাশে আগুনের লেলিহান শিখা। মুহুর্তের মধ্যেই পুঁড়ে ছাঁই হয়ে যায় সিএনজি চালিত অটোরিক্সা।

ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক জেসমিন আক্তার জানান, রাত দেড়টার দিকে গাযে গরম গরম ভাব অনুভূত হলে ঘুম ভেঙে যায়। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে বসবাড়ি রক্ষা হলেও সিএনজি চালিত অটোরিক্সা পুঁেড়ে ছাঁই হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই যযুৎস যশ চাকমা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউপি সদস্য শারফু সিকদার বলেন,  ঘটনাটি খুবই ন্যাক্কার জনক। এ ঘটনায় দোষীদেও আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানান তিনি।

লোহাগাড়া থানা ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ঘটনা খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। এঘটনায় জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে।