আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই- বিএনপি নেতা শওকত উল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ১১:৩৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ্ চৌধুরী বলেছেন, 'লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার চর্চা যদি সবসময় থাকে, সবসময় চালিয়ে যায় সেক্ষেত্রে মন উৎফুল্ল থাকে। মন ভালো থাকলে ছাত্র-যুবসমাজও বিভিন্ন অপকর্ম থেকে দুরে থাকে। যার ফলে নিজের জীবনকে সাজিয়ে নিতে পারে। তাই লেখাপড়া গুরুত্ব অপরিসীম।'

 

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে ভূজপুর খেলোয়ার সমিতির আয়োজনে আন্ত: ভূজপুর ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

 

ভূজপুর খেলোয়ার সমিতির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে খেলায় উদ্ভোধক ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শফিউল আলম নূরী, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম তালুকদার, সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জি: বেলাল উদ্দিন মুন্না।

 

এতে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কালাম রুবেল, উপজেলা যুবদল নেতা হাসান চৌধুরী দিপু, ফারুক বিন মুছা, নুর মুহাম্মদ মিঠু প্রমুখ।