আলোচিত ও জনপ্রিয় রোহিঙ্গা নেতা মুহিবুল্লা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) সকালে মামলার বাদী মুহিবুল্লাহর ছোটভাই হাবিব উল্লাহর সাক্ষ্যগ্রহণ করেন অতিরিক্ত দায়রা জজ আবদুল্লাহ আল মামুনের আদালত।
এর আগে কঠোর নিরাপত্তায় কারাগারে থাকা ১৪ আসামিকে আদালতে তোলা হয়। মঙ্গলবার (১ নভেম্বর) মামলার বাকি সাক্ষী গ্রহণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম। তিনি জানান, সোমবার অতিরিক্ত দায়রা জজ আবদুল্লাহ আল মামুনের আদালত আলোচিত এ মামলার বাদী হাবিবুল্লাহ সাক্ষ্য দিয়েছেন। বাকিরা কাল মঙ্গলবার সাক্ষ্য দেবেন। রোহিঙ্গাদের প্রত্যাবাসন দাবি নিয়ে কাজ করা আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পের ডি-ব্লকে তার সংগঠনের কার্যালয়ে মুখোশধারী বন্দুকধারীদের গুলিতে নিহত হন। হত্যাকাণ্ডের পরদিন মুহিবুল্লাহর ছোটভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
এদিকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে মুহিবুল্লাহর স্ত্রীসহ পরিবারের ২৫ জন কানাডায় আশ্রয় নিয়েছেন। মামলার রায় দ্রুত শেষ হলে এ মামলার বাদী ও অন্যান্য সাক্ষীরাও সে দেশে আশ্রয়ে চলে যাবেন বলে সূত্রে জানা গেছে।