আজ মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আটক- ২

আমান উল্লাহ কবির, টেকনাফ (কক্সবাজার) : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ অগাস্ট ২০২২ ০২:৩১:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যসটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

দুটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর জানান, ১৬ আগস্ট (মঙ্গলবার) ভোর রাত তিনটারদিকে  শালবাগান এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের এ/৯ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে উখিয়া থানার ব্লক-এ, ক্যাম্প-১৪

হাকিম পাড়ার জাফর আলমের পুত্র রোহিঙ্গা মোঃ আইয়ুব (২০) কে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত রোহিঙ্গার হেফাজত হতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র(এলজি) এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

এদিকে অপর একটি অভিযানে গত সোমবার রাতে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ডাকাত মৃত হাবিবুর রহমানের পুত্র নুর মোহাম্মদ প্রকাশ বৈদ্য (৪৮) কে আটক করে। এসময় গ্রেফতারকৃত রোহিঙ্গার দেহ তল্লাশি করে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তাদের সংশ্লিষ্ট ধারায় মামকা রুজু করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।