আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রাত ৮টার পর দোকান খোলা রাখায় মিরসরাইয়ে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : বুধবার ১০ অগাস্ট ২০২২ ১২:১৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য দোকান চালু রাখায় মিরসরাইয়ে ৯ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২ হাজার ৬শ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ আগস্ট)  রাত সাড়ে ৮ টা থেকে ১০ টা পযন্ত সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজার, চিনকী আস্তানা ও বিএসআরএম গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুর রহমান ।

অভিযানে বারইয়ারহাট জামালপুর মার্কেটের অলংকার সুইটস এন্ড ডিপার্টমেন্টাল ষ্টোরকে ৫০০ টাকা, বারইয়ারহাট মসজিদ মার্কেটের মনছুর ষ্টোরকে ৫০০ টাকা, তানিয়া ষ্টোরকে ৩০০ টাকা, চিনকী আস্তানা এলাকার নাদিয়া ষ্টোরকে ৩০০ টাকা, কাউছার ষ্টোরকে ১০০ টাকা, ভাই ভাই ষ্টোরকে ৩০০ টাকা, আবার খাবো হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০০ টাকা, বিএসআরএম গেইট এলাকায় ভূঁইয়া মার্কেটের রাজু হাডওয়্যার এন্ড ভ্যারাইটি ষ্টোরকে ৩০০ টাকা ও কর্মকার সুজ এন্ড ভ্যারাইটিজকে ১০০ টাকা নগদ অর্থদণ্ড জরিমানা করা হয়ছে। এছাড়াও কয়েকটি খাবার হোটেলকে আলোক সজ্জা না করার জন্য সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান বলেন, আমরা প্রথম কয়েকদিন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছি। কোন জরিমানা করিনি। মঙ্গলবার থেকে আমরা জরিমানা শুরু করেছি তাও সর্বনিম্ন। আরও কয়েকদিন এভাবে চলবে। এরপর যদি মানুষ সচেতন না হয় তাহলে আমরা বড় ধরণের জরিমানা করা হবে।