রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে এক কৃষকের ৪০ শতক কাঁকরোল খেত কেটে নষ্ট করে দিয়েছে দুবৃর্ত্তরা। রোববার রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক হাজারীবিলে এই ঘটনা ঘটে। একই এলাকার বাসিন্দা কৃষক মমতাজ হোসেন এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন। গতকাল সোমবার সকালের দিকে ওই কৃষকের খেতে গিয়ে দেখা যায় বিশাল কাঁকরোল খেতের সব চারার গোড়া কাটা। খেতের সব গাছের চারার কাঁকরোল পরিপক্ক হয়ে উঠছে। খেতে কথা হয় কৃষক মমতাজের সাথে। জানতে চাইলে তিনি বলেন, জমি বর্গা নিয়ে ৪০ শতক জমিতেই তিনি কাঁকরোল আবাদ করেছেন। এর সাথে বরবটি ও চালকুমড়াও রয়েছে। ঋণ নিয়ে দুই মাস পরিশ্রম করে খেতের কাঁকরোল পরিপক্ক হয়ে উঠছে। কয়েকদিন গেলে কাঁকরোল তুলে বাজারে বিক্রি করতে পারতো। কিন্তু তার আগেই কে বা কারা তার খেতের সবগুলো গাছের গোড়া কেটে চারা নষ্ট করে দিয়েছে। কারা করেছে তিনি অনুমানই করতে পারছেন না। চারা নষ্ট হয়ে যাওয়ার কারনে তার দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে।
নষ্ট হয়ে যাওয়া কাঁকরোল খেত দেখতে এসেছেন কৃষক মো. জমির, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হামিদসহ বেশ কয়েকজন। তাঁরা বলেন, বিশাল খেতের চারার গোড়া কেটে নষ্ট করে দেয়াতে খুব খারাপ লাগছে। গেল বছরেও এই বিলের একজন কৃষকের পাকা ধান পুড়িয়ে দেয়া হয়েছিল। এভাবে কৃষকের খেত নষ্ট করতে থাকলে তারা কিভাবে চাষাবাদ করবেন তা নিয়ে শংকা প্রকাশ করেছেন।
জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার এস আই কফিল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি।’