আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

রাজস্থলীতে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃআইয়ুব চৌধুরী, রাজস্থলী : | প্রকাশের সময় : রবিবার ২৪ জুলাই ২০২২ ০৩:০৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায়  রাঙামাটি জেলাধীন রাজস্থলীতে  জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

২৪ জুলাই রবিবার রাজস্থলী  উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ হতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে সকাল  ১০টা থেকে  উপজেলা পরিষদের চেয়ারম্যানের রুমে উদ্বোধনী অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ২৯ জুলাই পর্যন্ত বিভিন্ন  কর্মসূচি হাতে নেয়া হয়েছে। 

র‌্যালী ও অন্যান্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  রাজস্থলী  উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান  অংনুচিং মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা,  উপজেলা কৃষি কর্মকর্তা  মাহবুব আলম রনি,  থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আবদু সাত্তার,   দৈনিক পূর্বকোণ রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খান  প্রমূখ। অনুষ্ঠানে মূল বিষয় তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক । 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান  উবাচ মারমা বলেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় মাছ ইলিশ উৎপাদনে  এ দেশ  বিশ্বে প্রথম এবং মাছ উৎপাদনে বিশ্বের মধ্যে  দ্বিতীয়। আমাদের মাছ চাষের জন্য পুকুর, ডোবা, জলাশয়,  ক্রীক রক্ষা করতে হবে। মাছ চাষীদের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের চলমান উন্নয়নের  জন্য সরকারের কাজের প্রশংসা করতে হবে।

আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য  চাষীদের মা‌ঝে ক্রেষ্ট বিতরন করা হয়।