চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১০০ বছরের পুরনো মাটির মসজিদের সন্ধান পাওয়া গেছে। ছিদ্দিক আকবর নামের এ মসজিদটি শত বছর আগের হলেও এখনো প্রায় অক্ষত। উপজেলার শিলক ইউনিয়নের দুর্গম পাহাড়ি নরডর এলাকাবাসী মাটির এ মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। অবশেষে ঐতিহ্যবাহী এই মসজিদটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে সরফভাটা গ্রুপ নামে একটি সামাজিক সংগঠন। শুক্রবার (৫ আগস্ট) দুপুর ২টায় সরফভাটা গ্রুপের অর্থায়নে মসজিদটির পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মসজিদের মুসল্লী নরডম এলাকার বাসিন্দা সবুর আহমেদ বলেন, প্রায় একশত বছর আগের পুরোনো মসজিদ এটি। জন্মের পর থেকেই মাটির মোড়ানো দেওয়ালে নামাজ পড়ে যাচ্ছি। কেউ এই মসজিদটি সংস্কার কাজে এগিয়ে আসেনি। সম্প্রতি সরফভাটা গ্রুপের অর্থায়নে মসজিদটি পাকা করার জন্য এগিয়ে এসেছে। ভিত্তিপ্রস্তর স্থাপনে সরফভাটা গ্রুপের সভাপতি খুরশেদ আলম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবাসী মো. খুরশেদ আলম। যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাংবাদিক জগলুল হুদা। এতে আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সম্পাদক অনিক তালুকদার, সাহেদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মহিউদ্দিন, মসজিদের খতিব জামাল উদ্দিন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি খুরশেদ আলম, প্রবাসী খুরশেদ, জামাল উদ্দিন, প্রবাসী মহিউদ্দিন, আরিফুল ইসলাম, প্রবাসী সালেহ আহমেদ, প্রবাসী সুহেল সিকদার ও প্রবাসী মুহাম্মদ হাসানকে সংবর্ধনা দেওয়া হয়।