আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় AKS টি এম টি স্টীল বার কনফারেন্স

ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৪ অগাস্ট ২০২২ ১২:২৯:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

আবুল খায়ের স্টীল কর্তৃক আয়োজিত ইলেক্ট্রিক আর্ক ফার্নেস রিফাইন্ড ভূমিকম্প সহনীয় AKS টি এম টি স্টীল বার কনফারেন্স রাঙ্গুনিয়ার নূর জাহান কমিউনিটি সেন্টারে শনিবার (১৩ আগস্ট) রাতে অনুষ্ঠিত হয়েছে। 

 

একেএস এর এক্সক্লুসিভ ডিলার, রাঙ্গুনিয়া চেম্বার অব কমার্সের সভাপতি এবং মেসার্স করিম ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী আহম্মদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একেএস এর ম্যানেজিং ডিরেক্টর (মার্কেটিং) মো. সেলিম উদ্দিন। 

 

বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজার মো. মুগনিউল হাসান, ব্রান্ড মার্কেটিংয়ের এসিস্ট্যান্ট ম্যানাজার জহুর আহম্মেদ রনি, সিনিয়র অফিসার শরীফ উদ্দিন মাহমুদ, এরিয়া ম্যানেজার মো. নূর ইদ্দিন, প্রকৌশলী আজাদুর রহমান, আবদুল্লাহ আল মোরশেদ, মো. জসিম উদ্দিন, সুব্রত বড়ুয়া, ওসমান গণি শাকিল, মহিবুল মাওলা রাকিব প্রমুখ। 

 

 ই এ এফ রিফাইন্ড ভূমিকম্প সহনীয় একেএস স্টীল বার এর বিষয়ে ভিডিও  প্রদর্শনীর সাহায্যে মূল উপস্থাপনা করেন ডেপুটি ম্যানেজার মো. মুগনিউল হাসান। এতে আবুল খায়ের স্টীল সম্পর্কে ধারণা দেয়া হয় এবং ইলেক্ট্রিক আর্ক ফার্নেসে কিভাবে রড তৈরি করা হয় তা দেখানো হয়। 

 

অনুষ্ঠানে নির্মাণ সংশ্লিষ্ট ২৫০ জন মানুষ অংশগ্রহণ করেন। এসময় তাদের বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসা সেবা দেয়া হয়। শেষে র‍্যাপল ড্র এর সাহায্যে বিশেষ ১৫টিসহ অংশ নেয়া সকলকে উপহার দেয়া হয়।