আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় ৩০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার এক

রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ জুন ২০২২ ০৪:৩৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ৩০০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অভিযানের টের পেরে আরো দুইজন পালিয়ে যায়। গ্রেপ্তার করা আসামীর নাম মো. হারুন অর রশিদ (৪০)। বাড়ি উপজেলার পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রোসাই পাড়া এলাকায়। রোববার (১২ জুন) দিনগত রাত ৩ টার দিকে একই ইউনিয়নের উরুমের ঢালা এলাকা থেকে আসামীকে গ্রেপ্তার করা হয়। পালিয়ে যাওয়া আসামীসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামী হারুনকে সোমবার (১৩ জুন) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

রাঙ্গুনিয়া থানার এসআই প্রকাশ চন্দ্র সরকার বলেন,“ খবর পেয়ে অভিযান চালানোর সময় দুইজন পালিয়ে যায়, অন্য আসামীকে চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। মদগুলো সাদা প্লাষ্টিকের বস্তায় ৫ লিটার করে আলাদা পলিথিনে মোড়ানো ছিল। রাঙামাটি থেকে এসব মদ এনে চট্টগ্রাম শহরে পাচারের জন্য রাখা হয়েছিল। আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী।”