রাঙ্গুনিয়া উপজেলার নুরুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যতিক্রমী এই কর্মসূচীর আয়োজন করেছে ওয়ালটনের এক্সক্লুসিভ শো-রুম শাহ আমানত ইলেকট্রনিকস।
এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আহসান উদ্দীন। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম।
পৌর আওয়ামীলীগ নেতা লোকমানুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবলীগের সহ সভাপতি পারভেজ হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা ফজলুল করিম তালুকদার, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক এহসান হাবিব, ওয়ালটনের মার্কেটিং অফিসার মোহাম্মদ সেলিম হোসেন, জাবেদ তালুকদার, ফরিদ আহমদ তালুকদার, রেশমা সুলতানা, বাবলা তালুকদার,
শিক্ষক বাবলী বড়ুয়া, নূর জাহান বেগম, মোহাম্মদ আবু জাফর, সৈয়দা লুৎফুন নেছা, রুনা ইয়াছমিন, নন্দিতা চৌধুরী, বাবলু চৌধুরী, শাকিলা ইয়াছমিন প্রমুখ।
এদিন উদ্দিপ্ত ব্লাড ব্যাংকের সহায়তায় ব্লাড ক্যাম্পিং করা হয়েছে।